আনোয়ারায় বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতিসহ ঘোষিত ৬ দফা বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন করা হয়। গত মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেঙের অভ্যন্তরে ২ ঘণ্টার এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে।
উপজেলা হেলথ অ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের আহ্বায়ক মো. মোজাহেরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো.সাইফুল হক,জেলা সাংগঠনিক সম্পাদক শাকিলারা বেগম, স্বাস্থ্য সহকারী মিজান উদ্দীন, মো. নোমান হোসেন, মো. ইকবাল হোসেন, মো.ফরিদুল আলম প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে ঘোষিত ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে বেতন, পদোন্নতিসহ সব ধরনের বৈষম্য দূর করার দাবি জানান।












