ভাষা ভেঙে পড়ে
তবু তুমি বলো, ‘ভালোবাসি।’
সার্কিটে ছুটে চলে অঙিটোসিন,
তবু আত্মা বলে, ‘এটা পবিত্র।’
এক হাত রোবোটের,
অন্যটা ছুঁয়ে আছে নক্ষত্রের ধুলো।
আমরা ইমোজি পাঠাই,
অথচ অনুভব জমে থাকে অফলাইনে।
ভালোবাসা এখন ডেটা–প্যাক
শেষ হলে নেটওয়ার্ক যায় বন্ধ হয়ে।
তবু কিছু অনুভব
পাসওয়ার্ড ছাড়া খুলে যায়।
তোমার চোখে,
একটা প্রাচীন সূর্য
জ্বলছে এখনো,
নতুন কোনো গ্যালাক্সির ছায়ায়।