রাঙামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনা অভিযান

আটক ৩, অস্ত্র উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৫ জুন, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মোন পাহাড় এলাকায় ইউপিডিএফের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআইএসপিআর থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানা থেকে সন্ত্রাসীদের ধরতে রাঙামাটির দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযান চালানো হচ্ছে।

কাউখালী উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন জানান, সকালে ৩ নম্বর ওয়ার্ডের মোন পাড়া এলাকায় গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। এতে বেশ কিছু গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে বলে শুনেছি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধবছরপূর্তিতে জুলাই স্মৃতি উদযাপনে মাসব্যাপী অনুষ্ঠানমালা ঘোষণা