রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা চট্টগ্রাম মহানগরের প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টার, ক্যালেন্ডার, লিফলেট স্টিকার আকারে এই ৩১ দফাগুলোকে পৌঁছে দেয়া’র ভিন্নধর্মী এই উদ্যোগটি নিয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। এর অংশ হিসেবে ৩১ দফা নিয়ে স্মারক পোস্টার, ক্যালেন্ডার ও স্টিকার গত বৃহষ্পতিবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের হাতে তুলে দেন তিনি। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এরশাদ উল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। সমমনা ৪২টি দলের সাথে সমন্বয় করে ৩১ দফা চূড়ান্ত করেন তারেক রহমান। তখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। ৩১ দফা বাংলাদেশের জনগনের মুক্তির সনদ। ৩১ দফাকে ছড়িয়ে দেয়ার জন্য বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান যে উদ্যোগ নিয়েছেন তা মহানগরের ৪৮টি ওয়ার্ডের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। নাজিমুর রহমান বলেন, ৩১ দফা নিয়ে নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগটা প্রশংসনীয়। মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। স্মারক পোস্টার ও ক্যালেন্ডার মানুষের ঘরে ঘরে থাকলে মানুষ দেখতে পাবেন এবং ৩১ দফা সম্পর্কে বুঝার চেষ্টা করবেন। নিয়াজ মোহাম্মদ খান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই, যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য স্মারক পোস্টার, ক্যালেন্ডার, স্টিকার ও লিফলেট আমাদের এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমানের হাতে তুলে দিয়েছি। পর্যায়ক্রমে মানুষের ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুল আজিম, এ,এস,এম নাসির, মোজাহের খান, আনু মিয়া বাবুল, হাজী ইসমাইল, আব্দুল নুর, আব্দুল, আব্দুল আজিজ, আবুল কালাম, যুবদল নেতা মোঃ ফারুক, মোঃ মুরাদ ও জাসাস নেতা মোঃ তানভীর।












