উখিয়ায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান : আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার

উখিয়া সংবাদদাতা | বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ at ৫:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজার আদালতে

পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।

গত বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা।

গ্রেফতারকৃতরা হলেন,ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মনজুর আলম, মাদক মামলার এজাহারভুক্ত আসামি শামীম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অলি আহমেদ, সাধারণ নাগরিক তারেক আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল হোসেন মিথুন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দানু মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল বশর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মঞ্জুর ওরফে আবুল মঞ্জুর ও মোঃ জুবায়ের।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির সীমান্ত আরও ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধজেকেএস উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কমিটি