নিয়ন্ত্রণ হারিয়ে টেক্সি বিলে, প্রাণ গেল বাইক আরোহী কিশোরের

মুখোমুখি সংঘর্ষ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় টেক্সি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তৌহিদুল ইসলাম (১৭) নামে এক বাইক আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোর উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌড়স্থান ভেল্লাবর পাড়ার হারুনর রশিদের পুত্র।

জানা যায়, একইদিন বেলা ১২টার দিকে দরবেশহাট ডিসি সড়কে একই ইউনিয়নের জোট পুকুর সংলগ্ন এলাকায় উপজেলা সদরমুখী বাইকের সাথে বিপরীতমুখী সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী তৌহিদুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় টেক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইছহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তৌহিদুল ইসলাম উপজেলা সদরে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে চাকরি করতো। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (গতকাল) বেলা ১১টার দিকে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবর-কনে দু’জনই বাক প্রতিবন্ধী
পরবর্তী নিবন্ধইজারায় এক খাল, বালু উত্তোলন অন্য খালে!