কর্ণফুলীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১১:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে মোহাম্মদ বেলাল খান (৫৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়উঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বড়উঠান ৯নং ওয়ার্ড হাজী সুলতান আহমদ বাড়ির বাসিন্দা এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি জানান, ছাত্র আন্দোলন নাশকতার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশতায়ু অংগন কর্ণফুলীর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু