চট্টগ্রামসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলা ইউনিটের আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে রোগী, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে মাইকিং, লিফলেট বিতরণ এবং মাস্ক বিতরণ করা হয়। এ উদ্যোগের অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লাহ এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। যেখানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তা প্রচার করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য মো. রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর।উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। উল্লেখ্য, এই উদ্যোগ জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।