কর্ণফুলীতে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা তারান্নুমের সভাপতিত্বে ও ডা. শাশ্বতী দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে ডেঙ্গু, চিকন গুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আহবান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ অফিসার ফেরদৌসি আক্তার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নারায়ণ কান্তি নাথ, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, আবদুল কাইয়ুম, নাছরিন জান্নাত ডেইজী, মোহাম্মদ সৈয়দ, শফিউল আজম, মো. আয়াসসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাবৃন্দ।