চান্দগাঁওয়ে স্বামী-স্ত্রীসহ ৩ আসামি গ্রেপ্তার

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) ভোরে চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দগাঁও শহীদ পাড়া এলাকার মো. ওমর (৪৯), তার স্ত্রী কামরুন নাহার রুপা (৪০) এবং টেকবাজার পুল এলাকার মো. ইকবাল হোসেন (৩৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘তিনজনই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শনে উপ-সহকারী পরিচালক