চান্দগাঁওয়ে ছিনতাইকারী গ্রেপ্তার

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদ (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদ বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার আবুল কাসেমের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক কিলোমিটার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে স্বামী-স্ত্রীসহ ৩ আসামি গ্রেপ্তার