আসলের নামে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করত তারা

৮ লাখ টাকার মালামাল জব্দ

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামে নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির দুইটি কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই দুই কারখানার মালিকদের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। এছাড়াও দুই কারখানা থেকে প্রায় ৮ লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপর থেকে বিকেল পর্যন্ত নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় দুইটি বৈদ্যুতিক ক্যাবল তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।

কারখানা দুইটির মালিকের নাম জায়েদা বেগম (৬০)। তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক কারখানার মালিক রুবেল(২৯)-কে কারাদণ্ড দেওয়া হয়েছে ১৫ দিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

র‍্যাব ০৭ জানায়, দুই এলাকায় দুইটি কারখানা গড়ে তারা। সেখানে বৈদ্যুতিক নকল ক্যাবল তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিভিন্ন লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই র‍্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও একটি কারখানা থেকে সাড়ে চারলাখ এবং আরেকটি থেকে ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এ জন্য কারাখানা দুইটির মালিকদের আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান তাদের কারাদণ্ড দেন। পাশাপাশি কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আর সিলগালা করে দেওয়া হয় ওই কারখানা দুইটি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের একপাশে বন্ধ থাকবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু