কর্ণফুলী টানেলের একপাশে বন্ধ থাকবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ৭:৫৫ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। রবিবার (২৬ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী চার দিন পর্যন্ত।

টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যেন দিনে ভোগান্তিতে না পড়তে হয়, সে কারণে মেরামতের কাজ হচ্ছে শুধুমাত্র রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। দিনে উভয় টিউব দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল চালু থাকবে।

রাতের বেলায় মেরামতের কারণে দক্ষিণ পাশের টিউব বন্ধ রাখা হয়েছে, ফলে উত্তর পাশের টিউব দিয়েই উভয় দিকের যানবাহন চলাচল করছে।

টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, “জনসাধারণের স্বার্থ বিবেচনায় রাতেই মেরামত কাজ করা হচ্ছে। এতে দিনের বেলায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।”

কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে টানেলের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরায় চালু করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ২শ বোতল চোলাই বাংলা মদসহ আটক ৩
পরবর্তী নিবন্ধআসলের নামে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করত তারা