লোহাগাড়ায় ২শ বোতল চোলাই বাংলা মদসহ আটক ৩

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদসহ মাদক কারবারে জড়িত ৩ জনকে আটক করা হয়।

সোমবার (২৬) ভোর রাত আনুমানিক ১ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন-মৃত ভাটিরাম জলদাসের পুত্র কমল জলদাস (৪৫), হরিলালের জলদাসের পুত্র আশীষ জলাদাস (২৫) ও মৃত তুফান জলদাসের পুত্র বাবলু জলদাস (২০)। এরা সকলেই উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ার বাসিন্দা।

আজ মঙ্গলবার সকালে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় আসামিদের আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করা হয়েছে, সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে, এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগ, ৫ যুবক আটক
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের একপাশে বন্ধ থাকবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত