উদিয়মান এবং সি এস একাডেমির জয়লাভ

মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় উদিয়মান ক্রিকেট একাডেমি এবং সি এস ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় উদিয়মান একাডেমি ২২ রানে বন্দর স্পোর্টস কমপ্লেক্স একাডেমিকে পরাজিত করে। উদিয়মান একাডেমি আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান করে। জবাবে বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমি ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ উদিয়মান ক্রিকেট একাডেমির জহুরুল ইসলাম জীবনের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার মো. মামুন। দিনের দ্বিতীয় খেলায় সি এস ক্রিকেট একাডেমি ৪ উইকেটে এ জে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বৃষ্টির জন্য এই খেলা ১২ ওভারে অনুষ্ঠিত হয়। সি এস ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান করে। জবাবে এ জে ক্রিকেট একাডেমি ১১.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৫৯ রান করতে সমর্থ হয়। ম্যান অব দ্যা ম্যাচ সি এস ক্রিকেট একাডেমির সাকিবের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবল খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক এস এম সালাউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধজর্ডান গেল বাংলাদেশ নারী ফুটবল দল
পরবর্তী নিবন্ধ৪২৬ রানের লক্ষ্য তাড়ায় ২ রানে অলআউট