জেলা ক্রীড়া অফিসের (অনূর্ধ্ব-১৪) অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪২৫ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুর্ধ্ব ১৪ শিক্ষার্থীদের ১৫ দিন ব্যাপী অ্যাথলেটিঙ প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ৫ মে, সোমবার শুরু হওয়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসুচির প্রশিক্ষক সাবেক জাতীয় অ্যাথলেট ও সাংবাদিক এম সরওয়ারুল আলম (সোহেল)। চট্টগ্রাম সরকারী শারিরীক শিক্ষ কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির, চঞ্চল বিশ্বাস, শ্যামলী রানী ভৌমিকসহ শারিরীক শিক্ষা কলেজ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপ্ত হওয়া অ্যাথলেটিঙ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রায় ৩৭জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। উল্লেখ্য প্রশিক্ষণের চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের থেকে বাছাইয়ের মাধ্যমে সম্ভাবনাময় অ্যাথলেটদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ২০ বছর
পরবর্তী নিবন্ধপিএসএল জিতে যা পেল রিশাদদের লাহোর