আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ২০ বছর

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল ২০ বছর পূর্ণ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সে কথা জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে মুশফিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর।’ ২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় মুশফিকের। এরপর ওয়ানডে ও টিটোয়েন্টিতেও অভিষেক হয় মুশফিকুর রহিমের। গত ২০ বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের ব্যাটিং অর্ডারের ভরসার নাম ছিলেন তিনি। বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। ৯৬ টেস্টে ৬০৫৫ রান, ২৭৪ ওয়ানডেতে ৭৭৯৫ রান ও ১০২ টিটোয়েন্টিতে ১৫০০ রান করেছেন তিনি। ইতোমধ্যে ওয়ানডে ও টিটোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টিটোয়েন্টি ও এ বছরের মার্চে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান তিনি। এখন দেশের হয়ে শুধুমাত্র টেস্ট খেলছেন মুশি। আর মাত্র ৪টি টেস্ট খেললেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার নজির গড়বেন মুশফিক। মুশফিকের ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যান : টেস্ট : ৯৬ ম্যাচে ৬০৫৫ রান, গড়৩৭.৩৭, সর্বোচ্চ২১৯*, ওয়ানডে : ২৭৪ ম্যাচে ৭৭৯৫ রান, গড়৩৬.৪২, সর্বোচ্চ১৪৪,টিটোয়েন্টি : ১০২ ম্যাচে ১৫০০ রান, গড়১৯.৪৮, সর্বোচ্চ৭২*

পূর্ববর্তী নিবন্ধপিএসএল শিরোপা জয়ে সিকান্দার রাজার অবিশ্বাস্য গল্প
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের (অনূর্ধ্ব-১৪) অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন