সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্যসমাপ্ত টি–টোয়েন্টি সিরিজে হারের পর যেন কিছুটা নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি–টোয়েন্টি সিরিজ। সেটি শুরু হবে আগামীকাল বুধবার। এরই মধ্যে গতকাল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। পাকিস্তান সফরকে সামনে রেখে সতর্ক ও বাস্তবধর্মী পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, আমিরাতে আমরা কিছু পরীক্ষা–নিরীক্ষা করেছি। সব সময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলিনি। তবে এটা কোনো অজুহাত নয়। পাকিস্তানে আমরা আরো সতর্ক হব, আরো দায়িত্বশীল ক্রিকেট খেলতে চাই। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আমিরাত সিরিজকে দেখা হলেও সেটির মানসিক প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েছে বলেই মনে করছেন তিনি। আমিরাতে আমাদের মানসিক দৃঢ়তা ততটা ছিল কি না, সেটা প্রশ্ন হতে পারে। হয়তো অনেকেই ভেবেছে পাকিস্তানেই ভালো খেলব। কিন্তু সেটার প্রস্তুতি এখানে শতভাগ হয়নি বলেও জানান নাজমুল।বাংলাদেশ ক্রিকেটে চলমান দুর্দশাও অকপটে স্বীকার করে নিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্তা। তিনি বলেন আমরা অনেক দিন ধরেই ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারছি না। ঘরোয়া ক্রিকেটেও কাঠামোগত অনেক ঘাটতি আছে। প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে আমরা পিছিয়ে আছি, খেলোয়াড়দের চাপ সামলানোর মানসিকতা তৈরি হয়নি। তবে সব দুঃসময়ের মাঝেও পাকিস্তানে লড়াকু ক্রিকেটের আশা ছাড়ছেন না তিনি, আশা করি, পাকিস্তানে আমরা ভালো কিছু দেখতে পাব। যদি আমরা ভালো খেলি, তাহলে পাকিস্তানকে হারানো অসম্ভব নয়।