হালিশহরে বাবুল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ড গতকাল সোমবার ১৬তম ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন বাবুল্যান্ড চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি এইচএমএস কর্পোরেশনের সিইও শহীদুল হক আজাদ। অতিথি ছিলেন–সহ প্রতিষ্ঠাতা ও এমডি এনামুল হক কলিন্স, সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইশনাদ চৌধুরী, এইচএমএস কর্পোরেশনের চেয়ারম্যানের বড় ছেলে ফারহান বিন ইসলাম নাবিল, উৎসব সুপারমার্কেটের পরিচালক তৌহিদুল ইসলাম শিপলু, আবুহেনা মোস্তফা কামাল। প্রধান অতিথি বলেন, প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাবুল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত ১২ মার্চ সফট লঞ্চিংয়ের মাধ্যমে ব্যাপক সাড়া পেয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হালিশহরে বাবুল্যান্ডের যাত্রা। বাবুল্যান্ড চট্টগ্রামের ব্র্যাঞ্চ সাজানো হয়েছে শিশুদের প্রিয় কিছু রাইড এবং স্পেস থিমে, যা শিশুর খেলাধুলাকে করবে আরো মজার, পাশাপাশি শিশুর সৃজনশীল চিন্তারও উন্মেষ ঘটবে। আছে সেইফ অ্যান্ড ক্রিয়েটিভ প্লে জোন যা শিশুদের খেলার ছলে ক্রিয়েটিভ হিসেবে বেড়ে ওঠতে সাহায্য করবে। এছাড়াও বাবুল্যান্ডে থাকছে মজার সব রাইডস যা শিশুদের করবে শারীরিকভাবে অনেক স্ট্রং এবং মানসিকভাবে আরো জিনিয়াস। ঈদ, খেলা আর পরিবারের সাথে আনন্দ সব একসাথে হবে বাবুল্যান্ডে–এই স্লোগানে বাবুল্যান্ড ৯ দিনব্যাপী ঈদ প্রোগ্রাম আয়োজন করেছে। যেখানে আছে ম্যাজিক শো, পাপেট শো, ঈদ ব্লাস্টসহ আরো অনেক আয়োজন। এর আগে বহদ্দারহাটে বাবুল্যান্ড উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।