জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শিক্ষাসামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল সোমবার কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন ও মাহাবুব রানা, একরামুল হক ছুট্টো।

নুরুল আলম শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজু মিয়া, মঞ্জুর আলম, জাহেদুল হক জাকু, আবু আহমেদ, বখতিয়ার, আজিম, রিয়াজুদ্দিন সাত্তার মামুন, নুরুল হাসান টিপু, আলমগীর, ওসমান, জসিম উদ্দিন, মাসুদ রেজা, হিরু, রতন, বাপ্পী দে, ইলিয়াস জিকু প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবত্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাজীবন মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য খেলাধুলা, চিত্রাংকন, বৃত্তি পরীক্ষাসহ বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেন। জিয়াউর রহমানের স্বপ্ন ছিল এদেশের সকল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। কারণ শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা মোহতামিমের মৃত্যু
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন