রাতের আঁধারে চোরাই মোটরসাইকেল বিক্রি

# নগরীতে পৃথক অভিযান, তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

রাতের আঁধারে চোরাই মোটরসাইকেল বিক্রি করছিল তারা। নগরীতে পৃথক দুটি অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তরদক্ষিণ)। গত রবিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সামনে থেকে দুইজনকে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে আরো একটি মোটরসাইকেলসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চন্দনাইশের বদুর পাড়ার কালাম সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে জিসানুর রহমান (২৪), আনোয়ারা থানার ৪ নং বটতলী ইউনিয়নের কালাগাজী পাড়ার আব্দুল মালেকের ছেলে আব্দুল মাবুদ (৪২) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গুনবতি ইউনিয়নের মতিন বাড়ির মো. ইব্রাহিমের ছেলে ইসমাইল (১৯)

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশ (উত্তরদক্ষিণ) ডিসি হাবিবুর রহমান জানান, পাঁচলাইশের মুরাদপুরে রাতের আঁধারে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে দুইটি চোরাই মোটরসাইকেলসহ তাৎক্ষণিক দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করি। এসময় একজনের তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থেকে আরো একটি চোরাই মোটরসাইকেলসহ আরো একজনকে গ্রেপ্তার করি। চক্রটি দীর্ঘদিন যাবত চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইস্পাহানী-দৃষ্টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২৯ মে শুরু
পরবর্তী নিবন্ধটেকনাফে মানবপাচার চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার