শিল্পপতি ও উদ্যোক্তা মোহাম্মদ ইরাদ আলী ইতালি–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ ইরাদ আলী হোটেল আগ্রাবাদের উপব্যবস্থাপনা পরিচালক এবং ইন্ট্রাকো গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি, রিয়েল এস্টেট, বিনোদন পার্ক, রিফুয়েলিং স্টেশন এবং হসপিটালিটি খাতে বিস্তৃত এই গ্রুপের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এছাড়াও তিনি বর্তমানে জেনেটিকা ইন্ডাস্ট্রিজ, এ অ্যান্ড আই লিমিটেড এবং এ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইন্দোনেশিয়া–বাংলাদেশ চেম্বার, কোরিয়া–বাংলাদেশ চেম্বার এবং বাংলাদেশ–ভূটান–ভারত–নেপাল ট্যুরিজম ফোরামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্কের পরিচালক এবং এফবিসিসিআই–বিহার সঙ্গে যুক্ত রয়েছেন।
সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডেও তিনি প্রশংসনীয় অবদান রাখছেন। তিনি ঢাকার উত্তরা ক্লাব, চট্টগ্রামের শাহীন গলফ ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, মা ও শিশু হাসপাতাল এবং আঞ্জুমান–এ–মুফিদুল ইসলাম, রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য। শিক্ষাজীবনে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে তথ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা অর্জন করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।