ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের আয়োজনে রবীন্দ্র–নজরুল জয়ন্তী গত ২৫ মে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী। বক্তব্য দেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিরিন আক্তার বেগম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রভাষক প্রণব কুমার ধর ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সহিদুল্লা। রবীন্দ্র–জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশেষ প্রকাশনা প্রকাশিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রসায়ন বিভাগের প্রভাষক প্রণব কুমার ধর, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুক্তা রাণী দাশ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা পারভীন চৌধুরী। ছাত্র–ছাত্রীদের পক্ষ থেকে কবিতা আবৃত্তি করে দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাইফুল খান, সংগীত পরিবেশন করে একাদশ শ্রেণীর ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মো. সালমান খান, সুকান্ত সেন ও অর্পা শীল। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা দর্শন, উদার সংস্কৃতি ও জীবনাদর্শ অনুসরণ করতে হবে। সঞ্চালনায় ছিলেন অর্থনীতির প্রভাষক পপি সাহা, একাদশ শ্রেণীর আশফিয়া করিম ও সুফিয়া খাতুন। প্রেস বিজ্ঞপ্তি।