তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই; তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান; সুতরাং ঈমান আনো আল্লাহ্ এবং তাঁর পড়া বিহীন, অদৃশ্যের সংবাদদাতা রাসূলের (দ.) ওপর।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫৮) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের উপর বিশ্বাস করে, সে যেন সৎ কথা বলে এবং মৌনাবলম্বন করে।
– আল–হাদীস (বোখারী, মোসলেম)।
যে বাগান ভালবাসে, সে গৃহের সজীবতাকেও ভালবাসে।
– কুপার।