এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ল

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। এখন শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

২০০৪ সাল থেকে তারা মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছিলেন। তবে এমপিওভুক্ত কর্মচারী যারা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন, তাদেরটা বাড়ানো হয়নি। গতকাল সোমবার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আদেশটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা বলেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বাড়ানো হয়েছে। তবে এমপিওভুক্ত কর্মচারীদের আগের হারে অর্থাৎ মূল বেতনের ৫০ শতাংশ বহাল আছে। আদেশে অর্থ বিভাগ বলছে, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে।

গত ২১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি স্কুলকলেজের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ ও কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠায়। শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত হারে উৎসব ভাতা দিতে ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের প্রস্তাব করা হয়। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রস্তাবটি অর্থ বিভাগে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের শিপ ইয়ার্ড ম্যানেজারকে হুমকি, থানায় অভিযোগ
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে প্যারাসেলিংয়ে বাড়ছে বিপদ, হার্ডলাইনে প্রশাসন