সাতকানিয়ায় এক নারীকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে পালানোর সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। আটকরা হলেন পটিয়া উপজেলার গোবিন্দরখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রিপন (৩৫) ও হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের ছেলে মাহাবুব আলম (৪০)। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মৌলভীর দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আয়েশা আক্তার নামে এক নারী দোহাজারী থেকে সিএনজিচালিত টেঙিযোগে কেরানীহাট যাচ্ছিলেন। সাতকানিয়ার মৌলভী দোকান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীর একটি দল যাত্রী সেজে ওই নারীর পাশে উঠে বসেন। পরে কৌশলে তাকে কৌশলে অজ্ঞান করে সাথে থাকা স্বর্ণের কানের দুল এবং নগদ টাকা নিয়ে টেঙিযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা দেখে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। এ সময় মহাসড়কে টহলরত সেনা সদস্যরা ছিনতাইকারীদের কাছ থেকে নকল স্বর্ণের বার, কানের দুল, দুটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ সহস্রাধিক টাকা উদ্ধার করে। ছিনতাই কাজে ব্যবহৃত টেঙিটি জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শেষে আটক ছিনতাইকারীদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা ছিনতাইকারীদের থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।