নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জের রিট মামলা খারিজ

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

নারী বিষয়ক সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালত বলেছে, নারী কমিশনের সুপারিশ সরকার এখনো বাস্তবায়ন করেনি। বিষয়টি এ কারণে প্রিম্যাচিউর। এ কারণে আবেদনটি খারিজ করা হল। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী নামের গত ৪ মে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট মামলা করেন। খবর বিডিনিউজের। নারী সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তাদের প্রতিবেদনে, সেসব যাতে বাস্তবায়ন করা না হয়, সেজন্য স্থগিতাদেশ চাওয়া হয়েছিল রিট আবেদনে।

পূর্ববর্তী নিবন্ধইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল
পরবর্তী নিবন্ধনগরের বুকে অবহেলিত এক সড়ক