কোরবানির পশুর হাট নিয়ে সিএমপির ১০ সিদ্ধান্ত

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীর কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরবানির পশুর হাটের বিষয়ে ১০টি সিদ্ধান্ত নেয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) মো. হুমায়ুন কবির। এ সময় তিনি হাটে প্রাণী ক্রয়বিক্রয়, চামড়া ক্রয়বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্তের বিষয়ে সবাইকে অবহিত করেন।

সভায় গৃহীত পদক্ষেপ ও সিদ্ধান্ত সমূহ হচ্ছে : ) কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও খুন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ২) কোনো গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। ৩) পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাসী, পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, শয়তানের নিঃশ্বাস পার্টি, থুতু পার্টি ইত্যাদি ছিনতাই কারীদের বিরুদ্ধে পূর্ব হতে তালিকা তৈরি পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৪) মহানগর এলাকার স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। ৫) চসিক অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাট সমূহে জালনোট সনাক্তকরণ মেশিন স্থাপন করা। ৬) পশু বাজার কেন্দ্রিক ইজারাদার কর্তৃক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার পূর্বক নিরাপত্তা নিশ্চিত করা। ৭) পশুর হাট কেন্দ্রিক অননুমোদিত ও অবৈধ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা। ৮) পশুর হাট কেন্দ্রিক অবৈধভাবে গাড়ি পার্কিং না করে সেবিষয়ে তৎপর থাকা। ৯) পশুর হাটে কৃত্রিম সংকট তৈরি করে পশু মূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সিটিজেনস্‌ ফোরাম নেতৃবৃন্দের সাথে সমন্বয় করা। ১০) কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া ক্রয়বিক্রয় করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।

*বিশেষ দ্রষ্টব্যঃ পশুর হাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে নিম্নোক্ত নাম্বারে নগরবাসী সহ সকলকে যেকোনো তথ্য/ সংবাদ জানানোর জন্য অনুরোধ করা হলো :

*উপপুলিশ কমিশনার ডিবি (উত্তর)- ০১৩২০০৫৪০৮০

*উপপুলিশ কমিশনার ডিবি (বন্দর)- ০১৩২০০৫৪২০০

*অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌)- ০১৩২০০৫২৫১৫

*পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌)- ০১৩২০০৫২৫১৫

*সিএমপি কন্ট্রোল ০১৩২০০৫৭৯৯৮.

উক্ত সমন্বয় সভায় সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রাণী সম্পদ দপ্তর এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র ফিরতে দেরি হলে দেশে সংকট বাড়বে : খসরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টি, ৫ জেলায় ভূমিধসের আভাস