গাজা ভূখণ্ডের ৭৭ শতাংশই ইসরায়েলি সেনারা দখল করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মেডিয়া অফিস একথা জানিয়েছে। হয় স্থলসেনা দিয়ে, নয়ত মানুষজনকে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে এবং বোমা হামলা চালিয়ে মানুষজনকে দূরে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী ভূখণ্ড দখল করছে। বলা হয়েছে হামাসের মিডিয়া অফিসের বিবৃতিতে।
গতকাল রোববার আলাদা একটি বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজাজুড়ে কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাংক–বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে। খবর বিডিনিউজের।
গতকাল গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক এবং উদ্ধারকারী দলের ঊর্ধ্বতন কর্মকর্তাও। গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসেইরাত এলাকায় এদিন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাবালিয়ায় বিমান হামলায় নিহত হন স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য। ইসরায়েলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির ওপর। হামাস পরিচালিত গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ২০২৩ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে হাসান মাজদিকে নিয়ে এ পর্যন্ত ২২০ জন সাংবাদিকের মৃত্যু হল গাজায়। ওদিকে, নুসেইরাতে অরেকটি বাড়িতে বিমান হামলায় জরুরি উদ্ধারকারী দলের ঊর্ধ্বতন কর্মকর্তা আশরাফ আবু নর ও তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।