কানে ‘আলী’র স্বীকৃতি দেশের জন্য ঐতিহাসিক, বললেন শাকিব

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

কান চলচ্চিত্র উৎসবে ৭৮তম আসরে, আদনান আল রাজীবের ‘আলী’ সিনেমাটির স্পেশাল মেনশন পওয়ার ঘটনাটি দেশের জন্য ঐতিহাসিক বলে মনে করছেন ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খান। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। শাকিব লিখেছেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাস, আদনান ও টিম আলী। শাকিবের শুভেচ্ছা বার্তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজীব। তিনি লিখেছেন, ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি। খবর বিডিনিউজের। কানের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে রাজীবের ‘আলীর’ স্পেশাল মেনশন পাওয়ার ঘটনা বাংলাদেশের সিনেমাকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। পরিচালকের স্ত্রী ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, বাংলাদেশ প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল! অভিনন্দন আদন আল রাজীব ও ‘আলি’ টিমকে!!

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান পৌঁছেছে জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর
পরবর্তী নিবন্ধ‘২৪ এর গণঅভ্যুত্থান নজরুলের উত্তরাধিকার’