নগরীর সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওপিএ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমপ্রতি অক্সিজেন স্পোর্টস জোন টার্ফ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় ওপিএ স্টারস এবং ওপিএ ঈগলস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ওপিএ স্টারস ১–০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত ছিলেন। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ওপিএ লিজেন্ড ৪–২ গোলে ওপিএ ওয়ারিয়র্স কে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওপিএন ওয়াহেদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি, ওপিএর সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব, ওপিএন পিপি ডক্টর মাসফিক আহমেদ চৌধুরী, পিপি ডাক্তার সাহেদ পারভেজ খান, পিপি ইয়াসিন চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওপিএ এর সহ–সভাপতি ফসি উদ দৌলা খান, সহ–সভাপতি এবং টুর্নামেন্ট কনভেনার আসিফ আহমেদ, সেক্রেটারি মোঃ আসিফ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি ইশতিয়াক ভিকি, ট্রেজারার মোহাম্মদ ইকরাম, জয়েন্ট ট্রেজারার কৌশিক রয়, ইসি মেম্বার মোহাম্মদ আব্বাস, গিয়াস উদ্দিন জেবিন, ফাহিম উদ্দিন চৌধুরী, ইসতিয়াক করিম শাফিন, টুর্নামেন্টের কো কনভেনার সাইদুল আজম খান, আয়োজক কমিটির অন্যতম সদস্য পাস্ট সেক্রেটারি ওপিএন মোঃ তানভির তাওসীব তাসকিন এবং বিভিন্ন ব্যাচের সদস্যবৃন্দ। প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল এবং প্রাইজমানি তুলে দেন এবং তাঁর বক্তব্যে খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব এবং একতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ওপিএ এর সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব। তিনি জানান, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে করা হবে। যাতে প্রাক্তন ও বর্তমানদের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয়।