দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচের জন্য গতকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। আগামীকাল ২৭ মে থেকে মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়। প্রথম ইনিংসে ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৩০৮ রান করে বাংলাদেশ ইমার্জিং দল। ১৬টি চার ও ১টি ছক্কায় ১৪৩ বলে ১০৪ রান করেন শিবলি। এরপর বাংলাদেশ স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২৪৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৬৪ রানে ৭ উইকেট নেন রাকিবুল। প্রথম ইনিংস থেকে ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। ৮৩ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। শেষ দিনের বিকেলে বৃষ্টির কারণে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। চারদিনের ম্যাচের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ ইমার্জিং দল : শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী এম রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল, মেহেদি হাসান।