বটতলী এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় সুবর্ণজয়ন্তী

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়া (🙂 এয়াকুবিয়া আলিম মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৪ মে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদনাত পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান। জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মঞ্জুরের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব আরিফ মঈন উদ্দীন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবউদ্দিন আহমেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন অধ্যাপক আরিফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল খালেক শওকী, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন মহিউদ্দিন টিপু, অধ্যক্ষ জানে আলম নিজামী, অধ্যাপক ইমতিয়াজ উদ্দীন আহমেদ জুয়েল, মেসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী সোহেল, মেহবুব উদ্দীন আহমেদ চৌধুরী রাসেল, অ্যাড. রাকিব উদ্দীন জালাল, আব্দুল মোমিন, মুসলিম উদ্দীন, শাহেদা বেগম, এসএম হেলাল, মোহাম্মদ সেলিম উদ্দিন, জাহেদুল ইসলাম, আহমাদ নাঈম, মোরশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ ব্যাচের পক্ষে মিলনায়তন অফিস কক্ষে ফার্নিচার হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ ও ডিগ্রি অর্জন নয়
পরবর্তী নিবন্ধফ্রোবেল প্লে স্কুলে আপার কেজি শ্রেণির গ্র্যাজুয়েশন উৎসব