বৌদ্ধ সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার অভিষেক

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠান গত ২৩ মে সমিতির সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারমান অজিত রঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আদর্শ কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি’র প্রাক্তন ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, অরুন কুমার বড়ুয়া দেবু, অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, রিটন কুমার বড়ুয়া, সরোজ কুমার বড়ুয়া, দুলাল কান্তি বড়ুয়া, শিমুল কান্তি বড়ুয়া, পরিমল বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, সপু বড়ুয়া, . সৌমেন বড়ুয়া, সুমন কান্তি বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, রণি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশীষ কুমার বড়ুয়া, সনৎ কুমার বড়ুয়া, উদয়ন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব গ্রেটার চিটাগং পরিদর্শনে রিপসা টিম
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন