হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ত্রিবার্ষিক কাউন্সিল গত ২৪ মে নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ’র সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় তিন বছরের জন্য হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনে গোলামুর রহমান আশরাফ শাহ চেয়ারম্যান এবং মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী মহাসচিব নির্বাচিত হন। উপস্থিত ছিলেন এম সোলায়মান ফরিদ, নূর মুহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মোহাম্মদ আবদুর রহিম, নাসির উদ্দীন মাহমুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,আবু নাসের মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ আলী হোসেন,অধ্যাপক মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী, শেখ আরিফুর রহমান,অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন,মুহাম্মদ মহিউল আলম চৌধুরী,সৈয়দ মুহাম্মদ আবু আজম,মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ ইবরাহীম খলিল,মুহাম্মদ আকতার হোসেন, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ ইসমাইল হোসেন,মুহাম্মদ এমরানুল ইসলাম, করিম উদ্দিন নূরী, মুহাম্মদ আলমগীর হোসাইন, আজিম উদ্দিন আহমেদ,মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ সালাহ উদ্দীন খোকন,মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মফিজুর রহমান,মুহাম্মদ ওমর ফারুক, নূর রায়হান চৌধুরী, আবদুল্লাহ আল মাসুম, ওসমান গনি কাদেরী, মিনহাজুল আবেদীন, আবরার উল্লাহ, রিদুওয়ান হোসেন তালুকদার প্রমুখ। নবনির্বাচিত চেয়ারম্যান এবং মহাসচিব আলোচনা সাপেক্ষে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।