থিয়েটার ইনস্টিটিউটে আজ ফেইম শিশুনাট্য বিভাগের নাটক ‘বেচারাম কেনারাম’

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে কাজের বেতন পায় না কেনারাম। নানান তাল বাহানায় মালিক বেচারাম সময় কাটাতে থাকে। তারপর একদিন টানা তিন বছরের বেতন পেয়ে বেরিয়ে পড়ে কেনারাম। পথে দেবদূূতের কাছ থেকে পেয়ে যায় এক আশ্চর্য বেহালা। ঘটতে থাকে মজার সব কাণ্ডকারখানা।

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী’র এই সৃষ্টি নিয়ে ফেইম শিশুনাট্য বিভাগ মঞ্চে আনছে নাটক ‘বেচারাম কেনারাম’। এটি ফেইম শিশুনাট্যে বিভাগের ৯ম প্রযোজনা। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অসীম দাশ ও দীপ্ত চক্রবর্তীর নবনাট্যায়নে এবং দীপ্ত চক্রবর্তী’র নির্দেশনায় নাটকটির দুটি মঞ্চায়ন হবে আজ সোমবার বিকেল পৌনে ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়। নাটকটির প্রবেশপত্র পাওয়া যাবে প্রদর্শনীর দিন মিলনায়তনের টিকেট কাউন্টারে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অর্চি অনিন্দিতা, দিব্য চক্রবর্তী, আরিয়ানা হক রোদেলা, আনা আভেরি পত্রলেখা, অরিত্র ঘোষ, শারদ প্রত্যুষ বল, প্রাণায়াম দত্ত রিভু, শীর্ষদ্বীপ বিশ্বাস, আদৃশা চৌধুরী, রাদওয়া হক আরসী, আয়ান ইব্রাহীম হক, মৃত্তিকা নন্দী দিশা, আদিত্য নন্দী ও প্রেক্ষা দাশ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের সেবা বর্ষের নতুন কমিটি
পরবর্তী নিবন্ধশিক্ষিত প্রজন্ম তৈরিই নয়, নারী পুরুষ সম্মানের সাথে বাস করতে চাই