লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর নিয়মিত মাসিক সভা এবং বোর্ড মিটিং গত ২২ মে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিরাজুর রহমান তুহিনের সভাপতিত্বে ক্লাবের কার্যক্রম এবং বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা প্রাক্তন জেলা গর্ভনর লায়ন রূপম কিশোর বড়ুয়া ২০২৫–২০২৬ সালের সেবা বর্ষের নতুন কমিটি ঘোষনা করেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার তিরথনকর বড়ুয়া, কোষাধক্ষ্য লায়ন সমিরণ বড়ুয়াসহ কমিটির অন্যান্য সদস্যেদের নাম উপস্থাপন করেন।
উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহম্মেদ অপু, রিজিওন চেয়ারপারসন লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন দুলাল কান্তি বড়ূয়া, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন সমিরন বড়ুয়া, লায়ন আসিস কান্তি পালিত, লায়ন ইঞ্জিনিয়ার আবুল কাশেম, লিও জাহেদ হোসেন, লিও দীপ্তী দে এবং অন্যান্য লায়নবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।