নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. জসিম, জাহেদ হোসেন মারুফ, হারুনুর রশীদ রুবেল, নাজিম উদ্দীন, মো. নুরুল আলম, নুরুল ইসলাম, মামুন আহমেদ, মো. কায়সার, কুতুব উদ্দিন, হারুন অর রশিদ, নুরুল আলম বাদশা, মো. ইউসুফ, মো. ইব্রাহিম, মো. আলমগীর, মো. নেজাম, মো. মোরশেদুল আলম ও জগন্নাথ কুমার নাথ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, দুই বান্ডেল তাস ও নগদ ৩ হাজার ৭০ টাকাসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।