কর্ণফুলী টানেলের বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার রাত ১০ টা থেকে টানেলের দক্ষিণ পাশের টিউবে এই কার্যক্রম শুরু হয়। টানেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামত কাজ শেষ হতে চার দিন সময় লাগবে। যার কারণে টানেলের উত্তর পাশের টিউব দিয়ে চলছে যানবাহন। ফলে যাত্রীদের যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গাড়ি চালক জসিম উদ্দীন জানান, রাত সাড়ে ১০ টায় তিনি পতেঙ্গা প্রান্ত দিয়ে আনোয়ারা আসার সময় দেখতে পান টানেলের দক্ষিণ পাশের সুরঙ্গ সড়কের পথ কর্তৃপক্ষ বন্ধ। উত্তর পাশের পথ দিয়ে উভয় পাশের গাড়ি চলছে। ফলে ২০/২৫ মিনিট যানজটে আটকা থাকেন তিনি।
কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানান, জনসাধারণের ভোগান্তি কমাতে টানেলে রাতের বেলায় মেরামত কাজ শুরু করা হয়েছে। রবিবার রাত ১০ টা থেকে টানেলের বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজের অংশ হিসেবে এ কাজ শুরু করা হয়েছে। মোট ৪ দিন এ কাজ চলবে। প্রতিদিন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কাজ চলবে। দিনের বেলায় উভয় টিউব দিয়ে গাড়ি চলাচল করবে বলেও জানান তিনি।