ইসির নিবন্ধন চায় এনডিপি

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

সালাউদ্দিন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধন চেয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ নিয়ে বৈঠক করে দলটির একটি প্রতিনিধিদল। খবর বাংলানিউজের।

বৈঠকের পর এনডিপি চেয়ারম্যান মো. আবু তাহের সাংবাদিকদের বলেন, ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দিচ্ছিল না, যদিও নির্বাচন কমিশনের সব ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি। এনডিপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতাকর্মী সড়কে ছিল, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনসংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাচ্ছি। এ সময় এনডিপির মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম মেম্বার মুসা মণ্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

১৯৮৯ সালে প্রতিষ্ঠা পাওয়ার পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা পাবনা২ আসন থেকে ও চট্টগ্রাম৬ আসন থেকে মহাসচিব সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সালাহউদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হন। দলটি বাঘ প্রতীকে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেয়। এদিকে ১৯৯৬ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দেন। ২০০৮ সালে নির্বাচন কমিশন প্রথমবারের মতো নিবন্ধন প্রথা চালু করে। সে সময় এনডিপি নিবন্ধনের জন্য আবেদন করলেও তা বাতিল করে দেয় ইসি।

পূর্ববর্তী নিবন্ধসাবের হোসেন ও নিজাম হাজারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে যাত্রীবাহী বাস উল্টে আহত ১১