সিএমপির দুই থানার ওসি পদে রদবদল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গত রোববার সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমানকে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। বদলির আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে তাদের বদলিপদায়ন করা হলো। আদেশটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং তা অবিলম্বে বাস্তবায়নযোগ্য।

পূর্ববর্তী নিবন্ধবিভাজন থেকে আমাদের মুক্তি পেতে হবে : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধরাউজানে ডিস ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে