নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে বায়েজিদ এলাকার শীর্ষ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর (৪৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সকাল ৮টায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ আকবর চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ (গতকাল) সকাল ৮টায় তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন। ৫ আগস্টের পর জামিনে বের হন তিনি।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাইয়া আকবর পতেঙ্গা সমুদ্র আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০–১২ জনের একটি দল অতর্কিতে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঢাকাইয়া আকবরসহ এক পথচারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।