কক্সবাজারের পেকুয়ায় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুই ভাই–ই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বলে জানা গেছে।
শনিবার (২৪ মে) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ১ ওয়ার্ডের ষাট দুনিয়াপাড়া পেকুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুনের (৫৪) লাশ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুন (৫৪) উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাট ধনিয়াপাড়া এলাকার আমির হামজা ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জন পদ থেকে কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন। আর ছোট ভাই মমতাজ উদ্দিন সৈনিক পদ থেকে অবসর নেন।
জানা যায়, গত ২৪ মে সকাল ১০ টার দিকে পৈত্রিক সম্পত্তির পরিমাপ ও ভাগবাটোয়ারা নিয়ে ছোট ভাই মমতাজ উদ্দিন ও মোজাম্মেল হকের সাথে মামুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুনকে উপর্যুপরি কিল ঘুষি ও লাথি মারেন ছোট ভাই। এতে মামুন আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। পরে মামুনের স্ত্রী খবর পেয়ে বান্দরবান থেকে পেকুয়ায় এসে অসুস্থ মামুনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে যান। রাত ১০ টার দিকে মামুনের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মামুনের মৃতদেহ উজানটিয়ায় নিজ বাড়িতে নেয়া হয়।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের এস আই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে রাত ১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়ায় নেয়া হয়।
ঘটনাটি সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাট ধনিয়াপাড়া এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সম্পত্তির বিরোধের জেরে ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দুই ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বলে জানান তিনি।