চিটাগাং ওয়ারিয়র্স ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্র্যাক ব্যাংক। গতকাল শনিবার কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ব্র্যাক ব্যাংক ৪ উইকেটে মার্কেন্টাইল ব্যাংককে পরাজিত করে শিরোপা জয়ের উৎসবে মাতে। প্রথমে ব্যাট করতে নামা মার্কেন্টাইল ব্যাংক নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২১ বলে ২৩ রান করেন ইকবাল পারভেজ। এছাড়া নিপুণ ১৫, নিলয় ১৮, আরিফুর ১৭, সিয়াম করেন ১০ রান। ব্র্যাক ব্যাংকের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন এহসান, ফেরদৌস এবং হৃদয়। জবাবে ব্যাট করতে নামা ব্র্যাক ব্যংক ১৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় এবং শিরোপা জয়ের উৎসবে মাতে। দলের পক্ষে ২১ বলে ৩০ রান করেন মোনা। এছাড়া ইশান বনিক ২৭, মাসুদুর ২২ এবং নুর আলম ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ৭ রানে ৪ উইকেট নেন সুজাত। এছাড়া ২টি উইকেট নিয়েছেন হাবিবুর রহমান। ব্র্যাক ব্যাংকের মোনা ফাইনালের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শফিকুল হক হীরা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অবসরপ্রাপ্ত) হেড অফ জিএসডি, ব্র্যাক ব্যাংক, আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর মুর্তজা রায়হান মিঠু, চিটাগাং ওয়ারিয়র্স ক্লাবের সভাপতি ইয়াছিন আরাফাত, ইস্পাহানি গ্রুপের প্রতিনিধি আসাদুজ্জামান নুর। এর আগে ঢাকা ব্যাংককে পরাজিত করে প্লেট গ্রুপের চ্যাম্পিয়ন হয় সিটি ব্যাংক। ৬টি দল নিয়ে গত বৃহস্পতিবার এই টুর্নামেন্ট শুরু হয়। যার শেষ হয়েছে গতকালের ফাইনাল দিয়ে।