ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

ভারতের টেস্ট অধিনায়কের আলোচনায় ছিল অনেকের নাম। তবে সবার চেয়ে এগিয়ে ছিলেন যিনি, সেই শুবমান গিলের ওপরই আস্থা রাখলেন নির্বাচকরা। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শার্মার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নিল ভারত। তার নেতৃত্বে ইংল্যান্ড সফরে সাদা পোশাকে নতুন অধ্যায় শুরু হবে দলটির। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজটির জন্য শনিবার ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। কিপারব্যাটসম্যান রিশাভ পান্তকে দেওয়া হয়েছে সহঅধিনায়কের দায়িত্ব। রোহিতের অবসরের পর টেস্টের নতুন অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। গিলের পাশাপাশি এতদিন সহঅধিনায়কের দায়িত্ব পালন করা পেসার জাসপ্রিত বুমরাহ, অভিজ্ঞ রাভিন্দ্রা জাদেজা, রিশাভ পান্তও ছিলেন বিবেচনায়। তবে সবাইকে ছাড়িয়ে ২৫ বছর বয়সী গিলকেই বেছে নিলেন ভারতের নির্বাচকরা। চোটের সঙ্গে প্রায়ই লড়াই করতে হয় বুমরাহকে। আর এই কারণেই অধিনায়ক হওয়ার দৌড় থেকে পিছিয়ে পড়েন তিনি। তাকে এমনকি সহঅধিনায়কের দায়িত্বেও রাখা হয়নি। ভারতইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজটি শুরু হেডিংলিতে, আগামী ২০ জুন। এরপর এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে খেলবে দুই দল। ভারতের টেস্ট স্কোয়াড : শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহঅধিনায়ক, কিপার), ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, আভিমন্যু ইশ্বরন, কারুন নায়ার, নিতিশ কুমার, রাভিন্দ্রা জাদেজা, ধ্রুভ জুরেল, ওয়াশিংটন সুন্দার, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দিপ, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদভ।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’ এর মালিক সাকিব
পরবর্তী নিবন্ধগ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে আজ চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা বিভাগ