হাটহাজারী উপজেলা ফুটবল লিগের ফাইনালে মির্জাপুর মিতালী

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ফুটবল লিগের ফাইনালে উঠেছে মির্জাপুর মিতালী। গতকাল শনিবার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে মির্জাপুর মিতালী টাইব্রেকারে ৪২ গোলে হাটহাজারী ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এই খেলা ১১ গোলে ড্র ছিল। খেলায় দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় হাটহাজারী ফুটবল একাডেমির বিদেশি খেলোয়াড় ওমর গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ২৮ মিনিটের সময় আরিফের পাস থেকে বল পেয়ে দর্শনীয় হেডে গোল করে খেলার সমতা আনে মির্জাপুর মিতালির মোরশেদ। পরে টাইব্রেকারে মির্জাপুর মিতালির পক্ষে ইফাত উদ্দিন রিয়াদ, রেজাউল করিম আনু, মোহাম্মদ আজাদ ও আরিফুল ইসলাম গোল করেন। অপরদিকে হাটহাজারী ফুটবল একাডেমির পক্ষে মো. জাকারিয়া ও মো. রিয়াদ গোল করতে সক্ষম হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মির্জাপুর মিতালীর গোলদাতা মো. মোরশেদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি ও হাটাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব শাহজাহান, সদস্য আছলাম মোর্শেদ, মজিবুল আলম চৌধুরী, আব্দুল মান্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, সাংবাদিক মো. আবু তালেব, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. শরীফ হোসেন, খেলোয়াড় সমিতির বর্তমান সভাপতি সেলিম উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী, সাবেক সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী মানিক, মির্জাপুর মিতালী সভাপতি মোহাম্মদ আনিস, হাটহাজারী ফুটবল একাডেমীর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কোচ হোসেন মেহেদী ও ম্যানেজার হেলাল উদ্দিন প্রমুখ। আজ রোববার দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে হাটহাজারী খেলোয়াড় সমিতি এবং ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি।

পূর্ববর্তী নিবন্ধরূপনা-মনিকা-মারিয়াদের নিয়ে এশিয়ান কাপের বাছাইয়ের দল
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’ এর মালিক সাকিব