দীঘিনালায় ইউপি সদস্যসহ যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বাবুছড়া ইউনিয়নের দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকা থেকে মো.জাকির হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি বাবুছড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। পরে একই এলাকা থেকে যুবলীগের আরেক নেতা মো. জিয়াউর রহমান (৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য। তাঁর বিরুদ্ধেও থানায় দায়ের করা এক মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মামলার এজাহারভুক্ত আসামি এবং অন্যজন তদন্তে সন্দেহভাজন হিসেবে ধরা পড়েছেন। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে চালু হল ২০ শয্যার শিশু কিডনি ওয়ার্ড
পরবর্তী নিবন্ধভবিষ্যতে সচেতন শিশুরাই পারবে পরিচ্ছন্ন নগরী গড়তে : মেয়র