চুয়েটের গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত এবং জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরামের সহযোগিতায় ‘জ্বালানি সুবিচারে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার গতকাল শনিবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। গেস্ট অব অনার ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কী–নোট স্পিকার ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ, কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশের এনার্জি অ্যাডভাইজার অধ্যাপক ড. এম. শামসুল আলম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সভাপতিত্ব করেন গবেষণা এবং সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। সেমিনার সঞ্চালনা করেন উপ–পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
সভায় বক্তারা বলেন, জ্বালানি বন্টনের ক্ষেত্রে সাম্য ও ন্যায্যতা বজায় রাখতে হবে। অধিকার আদায়ের জন্য সচেতনা গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম বিপদগ্রস্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।