ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার আমন্ত্রণে ‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস ফ্রম নেইবারিং কান্ট্রিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল চীন গেছেন। গত রাতে ঢাকা থেকে চীনের উদ্দেশ্য রওনা হয়েছেন তারা।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালক (প্রোগ্রাম) ড শাহ মোহাম্মদ আমান উল্লাহ। এ সফরে চীন ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও কুটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে ভূমিকা রাখবে বলে মনে করে বিএনপি।
জানা গেছে, আজ রবিবার ও আগামীকাল সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস ফ্রম নেইবারিং কান্ট্রিস’ শীর্ষক সম্মেলন। এতে চীন, দক্ষিণ–পূর্ব এশিয়া, উত্তর–পূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। সম্মেলন শেষে প্রতিনিধি দল বেইজিং এবং ইউনান প্রদেশে চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করবেন।