কক্সবাজারে ৪ পাকাবাড়ি উচ্ছেদ, ৭ একর বন দখলমুক্ত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের রাজারকুল ও উখিয়া রেঞ্জে পৃথক অভিযান চালানো হয়েছে। এ সময় নির্মাণাধীন ৪টি পাকা বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং পরে ৭ একর বনভূমি দখলমুক্ত করা হয়। গতকাল শনিবার পৃথক এই অভিযান চালিয়েছে বন বিভাগ। দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নূরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. অভিউজ্জামান জানিয়েছেন, একটি চক্র বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বনভূমি দখল করে পাকাঘর নির্মাণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাগলিরবিল বিট, দারিয়ারদিঘী বিট এবং রাজারকুল বিটে যৌথ অভিযান চালিয়ে চারটি নির্মিতব্য পাকাবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ২ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন রেজু বিট কর্মকর্তা আমাজাদ হোসেন, দারিয়ারদিঘী বিট কর্মকর্তা ইসরাইল হোসেন, পাগলিরবিল বিট কর্মকর্তা খন্দকার মোকসেদ আলী।

অপরদিকে উখিয়া রেঞ্জের মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। উখিয়া সদর বিট কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএফও মো. নূরুল ইসলাম বলেন, বনরক্ষায় পুরো জেলাজুড়ে নিয়মিত বনবিভাগের কার্যক্রম চলমান রয়েছে। তার আলোকে নিয়মিত অভিযান চলছে। তিনি বনভূমি দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভার সমাপনী
পরবর্তী নিবন্ধতিন দিনের কর্মসূচি পালন করবে চট্টগ্রাম মহানগর বিএনপি